Bangladesh | বাংলাদেশের গোয়েন্দা বিভাগের হাতে আটক হাসিনা ঘনিষ্ঠ প্রাক্তন প্রধান বিচারপতি

Bangladesh | বাংলাদেশের গোয়েন্দা বিভাগের হাতে আটক হাসিনা ঘনিষ্ঠ প্রাক্তন প্রধান বিচারপতি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। হাসিনা ঘনিষ্ঠ খায়রুল হককে আটকের খবরটি নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মহম্মদ নাসিরুল ইসলাম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘খায়রুলকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। খায়রুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। এগুলির মধ্যে যে কোনও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় খায়রুল হকের বিরুদ্ধে জালিয়াতি করে রায় দেওয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রয়েছে। গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া মামলাটি করেন। এছাড়া ঢাকাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল। পরের বছর ১৭ মে তিনি অবসর নেন। ২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। মেয়াদ শেষ হলেও আরও কয়েক দফায় কমিশনের চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়। গত বছর হাসিনা সরকার পতনের পরে ১৩ আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

বাংলাদেশে আপিল বিভাগে থাকাকালীন খায়রুল, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। এছাড়াও হাইকোর্ট বিভাগে থাকাকালীন শেখ মুজিবর রহমান হত্যা মামলার রায়ও দেন তিনি। সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগসুবিধা পাওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *