উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় বদলে গেল বিদেশনীতি। এরফলে সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ (Bangladesh) সহ বিশ্বের একাধিক দেশে ত্রাণবিলি না করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনূসের (Muhammad Yunus) বাংলাদেশ।
ইউনাইটেড স্টেটস এজেন্সি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই নাকি বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে ইউনাইটেড স্টেটস এজেন্সির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশকে শুধু আর্থিক সাহায্য বন্ধই নয়, আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানান হয়েছে। সুতরাং, আমেরিকার এই সিদ্ধান্তে চরম আর্থিক সংকটে পড়তে চলেছে ইউনূস সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, হাসিনা (Hasina) দেশ ছাড়ার পর, মুহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেন। তিনি দায়িত্ব নিতেই বাংলাদেশে মৌলবাদের দাপট ও সংখ্যালঘুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে প্রথম থেকেই সরব হন ডোনাল্ড ট্রাম্প। এরপর নির্বাচনে তিনি জয়লাভ করেন। তাঁর জয়ের পরই কার্যত অশনি সংকেত দেখতে শুরু করেন মুহম্মদ ইউনূস। ইউনূসের সেই আশঙ্কা সত্যি করে বিদেশনীতি বদলে ফেললেন ট্রাম্প। বন্ধ করলেন বাংলাদেশ-সহ বিশ্বের বেশিরভাগ দেশে সাহায্য পাঠানো।