Bangladesh | বঙ্গবন্ধুর নাম মুছে গেল যমুনা সেতু থেকে, টানেলেও রইল না শেখ মুজিব

Bangladesh | বঙ্গবন্ধুর নাম মুছে গেল যমুনা সেতু থেকে, টানেলেও রইল না শেখ মুজিব

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার যমুনা সেতু থেকে মুছে গেল বঙ্গবন্ধুর নাম। এখন থেকে বাংলাদেশের বৃহত্তম এই সেতু যমুনা সেতু বলেই পরিচিতি পাবে। শুধু যমুনা সেতুই নয়, একটি টানেলের নাম থেকেও মুছে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম। এই নাম পরিবর্তন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বুধবার বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকায় বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণের উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সেতু বিভাগের আওতাধীন সেতু কর্তৃপক্ষের নির্মিত দুটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

জানা গিয়েছে, বাংলাদেশের টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে যমুনা নদীর ওপর নির্মিত হয়েছে দেশের সব থেকে বড় সেতু। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল এইচ এম এরশাদের আমলে। সেতুটির নির্মাণ কার্য শেষ হয় শেখ হাসিনার আমলে। এরশাদের আমলে সেতুটির নির্মাণ প্রকল্পের নাম ছিল যমুনা বহুমুখী সেতু। খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রথম বিএনপির সরকারের আমলেও একই নাম বহাল থাকে। কিন্তু উদ্বোধনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার এটির নাম পরিবর্তন করে রাখে বঙ্গবন্ধু সেতু। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে যমুনা বহুমুখী সেতু ফিরিয়ে আনা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার এসে আবার বঙ্গবন্ধু সেতু নামকরণ করে। হাসিনার সরকারের পতন হতেই এবার অন্তর্বর্তী সরকার ফের যমুনা সেতুর নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের নামও বদলে ফেলেছে ইউনূস সরকার। এই টানেলটি এতদিন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বঙ্গবন্ধুর নাম মুছে নামকরণ করা হয়েছে কর্ণফুলী টানেল।

এবারই প্রথম নয়, এর আগে ইউনূস সরকার ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন করেছে। এগুলোর মধ্যে চারটি মহাসড়ক, আটটি সেতু রয়েছে। সব কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা তাঁর পরিবারের সদস্যদের নামে নামকরণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার।

যমুনা নদীর ওপর নতুন একটি রেলসেতু নির্মাণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার আগেই হাসিনা সরকার রেলসেতুটির নাম রেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটির নামকরণ করা হয়েছে যমুনা রেলসেতু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *