উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনলাইনে ছাত্রদের উদ্দেশ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের আগেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের ঢাকার ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালাল ‘বিপ্লবী ছাত্র জনতা’। সংগঠনের তরফে একদল ছাত্র মুজিবরের বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বলে জানা গেছে। হাসিনার এই কর্মসূচি জানাজানি হতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ‘মার্চ টু ধানমন্ডি’ কর্মসূচি ঘোষণা করে।
আজ বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। রাত ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে রাত ৮ টায় নিয়ে আসা হয়।
তার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয়। পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করা হয়। করা হয় অগ্নিসংযোগ। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আওয়ামি লিগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।