উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাইকো দুর্নীতি মামলায় বেকসুর খালাস খালেদা জিয়া (Khaleda Zia)। প্রায় দু দশক আগে তৎকালীন সরকারের আমলে নাইকো দুর্নীতি মামলায় (Niko Rip-off Case) নাম জড়ায় খালেদা জিয়ার। সেই মামলার তদন্ত করছিল সরকারি এজেন্সি দুর্নীতি দমন কমিশন বা ‘দুদক।’ বুধবার ঢাকার নিম্ন আদালতে নাইকো মামলার রায় ঘোষণা হয়। আদালত স্পষ্ট জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর সহযোগীদের ওই দুর্নীতিতে যুক্ত থাকার উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি ‘দুদক।’
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কানাডার গ্যাস উত্তোলনকারী সংস্থা নাইকোকে তিনটি গ্যাস কুপ লিজ দেওয়াতে আর্থিক নয়ছয়ের অভিযোগে মামলা করেছিল দুদক। এদিন এই মামলার শুনানি ছিল ঢাকার নিম্ন আদালতে (Dhaka Court docket)। শুনানি চলাকালীন তদন্তকারী সংস্থা ‘দুদক’ খালেদা জিয়া এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় আদালত তাঁদের বেকসুর খালাস করে দেয়।
এদিকে এই মামলায় ‘দুদকের’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামি লিগ। তাঁদের বক্তব্য, ‘সরকারের ইঙ্গিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই চার্জশিট দাখিল করছে দুর্নীতি দমনের সরকারি এজেন্সি। বিএনপি ও তাদের নেত্রীকে রক্ষা করতে হাত মিলিয়েছে অন্তর্বর্তী সরকার।’