Bangladesh | ‘ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত’, বাংলাদেশের নির্বাচন নিয়ে স্পষ্ট দাবি সেনাপ্রধানের

Bangladesh | ‘ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত’, বাংলাদেশের নির্বাচন নিয়ে স্পষ্ট দাবি সেনাপ্রধানের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে (Bangladesh) নির্বাচন হওয়া উচিত। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেদেশের অন্তর্বর্তী সরকারের (Interim authorities) উপর চাপ সৃষ্টি করে এমনটাই জানালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (Military Chief Common Waker-Uz-Zaman)।

বুধবার ঢাকায় সেনানিবাসের সেনা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকার বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে আমার অবস্থান আগেই মতোই রয়েছে। তাছাড়া দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।’ প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই বারবার সংস্কারের কথা বলে নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে। মঙ্গলবারই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছিলেন, সুপরিকল্পিতভাবে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে ইউনূসের সরকার। তাঁর এই অভিযোগের পরই এবার সেনাপ্রধানের এই মন্তব্য সামনে এল।

বাংলাদেশের সংস্কার প্রসঙ্গেও জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে কিছু জানা নেই। এ বিষয়ে আমার সঙ্গে কোনও পরামর্শ বা আলোচনা করা হয়নি।’ পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন যে, ‘বাংলাদেশের সেনাবাহিনী কখনই এমন কোনও কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।’ এছাড়া মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে ‘মানবিক করিডর’ স্থাপন নিয়েও মুখ খুলেছেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারকেই নিতে হবে। এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই। জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যা করার করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *