উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গণঅভ্যুত্থানের জেরে পতন হয়েছে আওয়ামি লিগ সরকারের। গদিচ্যুত হয়ে বাংলাদেশ (Bangladesh) ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এই পরিস্থিতিতে ওপার বাংলায় আইনজীবী সমিতির ভোটে জয়ী হল আওয়ামি লিগ (Awami League)।
চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ভোটে জয় পেয়েছেন আওয়ামিপন্থী আইনজীবীরা। পিছনে ফেলে দিয়েছেন বিএনপি-জামাতপন্থীদের। ভোটে ছ’টি পদে জয়ী হয়েছে আওয়ামি লিগ সমর্থিত প্যানেল। পাঁচটি পদে জয়ী হয়েছে জামায়াত-বিএনপি সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল’। বিএনপির একার সমর্থিত প্যানেল ‘আইনজীবী ঐক্য ফ্রন্ট’ জয়ী হয়েছে দু’টি পদে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ হয়। ভোটের ফল প্রকাশিত হয় রাতেই। তিনটি প্যানেলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে একজন নির্দল। মোট ভোটারের সংখ্যা ২৩৪। ভোট দিয়েছেন ২০২ জন।
গত বছর আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশের শাসনভার হাতে নেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে আইনজীবী কমিটির নির্বাচনে আওয়ামি লিগের জয়, নিঃসন্দেহে হাসিনার দলের সমর্থকদের অক্সিজেন জুগিয়েছে বলাই যায়। যদিও এর প্রভাব সাধারণ নির্বাচনে কতটা পড়বে, বা আদৌ পড়বে কি না, আওয়ামি লিগ ভোটে অংশ নিতে পারবেও কি না, তা নিয়ে সংশয় রয়েছে।