Bangladesh | কবে নির্বাচন? জাতির উদ্দেশে ভাষণে বড় ঘোষণা ইউনূসের

Bangladesh | কবে নির্বাচন? জাতির উদ্দেশে ভাষণে বড় ঘোষণা ইউনূসের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে বাংলাদেশে (Bangladesh) নির্বাচন হবে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এমনটা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। তাঁর কথায়, তাঁরা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

এদিনের ভাষণে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তাঁর কথায়, দেশের সব জায়গা থেকে খবর এসেছে, এই রমজানে (Ramadan) দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে। জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলবে বলে জানান ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিলেন, আপনারা তাঁর ভুক্তভোগী ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তাঁরা পালিয়ে যাওয়ার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গিয়েছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে।’ এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান-দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে বলে ভাষণে বলেন প্রধান উপদেষ্টা।

তাঁর কথায়, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকার সব কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ইউনূস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *