Bangla Shiksha Portal | লগ-ইনের জন্য ওটিপি আসবে প্রধান শিক্ষকের নম্বরে, বাংলার শিক্ষা পোর্টালে জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ

Bangla Shiksha Portal | লগ-ইনের জন্য ওটিপি আসবে প্রধান শিক্ষকের নম্বরে, বাংলার শিক্ষা পোর্টালে জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ

শিক্ষা
Spread the love


হরিশ্চন্দ্রপুর: বাংলার শিক্ষা পোর্টালের নিরাপত্তা বাড়াতে প্রধান শিক্ষকের নম্বরে ওটিপি দিয়ে লগ-ইন সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে সমস্ত জেলার সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিকে বলা হয়েছিল ২৬ মে’র মধ্যে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর পোর্টালে আপডেট করতে। গরমের ছুটির পর স্কুল খুললেই ওই নম্বরে ওটিপি যাবে, যার মাধ্যমে বাংলার শিক্ষা পোর্টালে লগ-ইন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ।

আগে এই পোর্টালে শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই লগ-ইন করা যেত। যার ফলে যে কেউ চাইলেই এই পোর্টালে ঢুকতে পারতেন। তারপর সেখান থেকে সহজেই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট সহ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতেন। যার ফলে গত বছর রাজ্য সরকারের তরুণের স্বপ্ন নামক প্রকল্পে ব্যাপক হারে ট্যাব কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছিল। নাম উঠে এসেছিল হরিশ্চন্দ্রপুর সহ মালদার বেশ কয়েকটি স্কুলের। হরিশ্চন্দ্রপুর থানা সহ জেলার পুলিশ প্রশাসন এই বিষয়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তালিকায় স্কুলের অশিক্ষক কর্মীর নামও ছিল।

জেলার শিক্ষক মহলের দাবি- অনেকক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের কিংবা বাইরের কাউকে এই পোর্টালের দায়িত্ব দিয়ে দিতেন। আর তার থেকেই ইউজার আইডি, পাসওয়ার্ড লিক হয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। আর এবার এই ঘটনা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন, ‘গত বছর ট্যাব কেলেঙ্কারির মতো ঘটনা ঘটেছিল। আর এটা আটকানোর জন্যই প্রধান শিক্ষকের মোবাইলে ওটিপির মাধ্যমে এবার থেকে বাংলার শিক্ষা পোর্টালে লগ-ইন করা যাবে।’

এপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান শিক্ষকরা নিজের নিজের স্কুলের পোর্টাল পরিচালনা করার দায়িত্ব অনেক ক্ষেত্রে অন্য কোনও ব্যক্তিকে দিয়ে দেন। এবারে ওটিপি সিস্টেম চালু হলে জানা যাবে স্কুলের পোর্টাল কে কখন কোন সময় লগ-ইন করছেন।’ হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মণ্ডল বলেন, ‘আমরা এলাকার প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে মোবাইল নম্বর ইতিমধ্যেই পোর্টালে আপডেট করতে শুরু করেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *