Ban-Zim 1st Take a look at | লজ্জার হার বাংলাদেশের, সাত বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় জিম্বাবোয়ের

Ban-Zim 1st Take a look at | লজ্জার হার বাংলাদেশের, সাত বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় জিম্বাবোয়ের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে লজ্জার হার বাংলাদেশের। সিলেটের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে গেলেন নাজমুল হাসান শান্তরা। বাংলাদেশকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস জিম্বাবোয়ের। বিদেশের মাটিতে সাত বছর পর টেস্টে জয় পেলেন ক্রেগ আরভিনরা। শেষ ১২ বছরে এই নিয়ে দ্বিতীয়বার জিম্বাবোয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ।

সিলেটে আয়োজিত সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথম ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের মোমিনুল হক করেন ৫৬ রান, নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান। জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড নেয় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের ব্রায়ান বেনেট করেন ৫৭ রান এবং শন উইলিয়ামস করেন ৫৯ রান।

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শুরুতেই  সাদমান ইসলাম আউট হয়ে দলকে চাপে ফেলে দেন। মোমিনুল (৪৭), শান্ত (৬০), জাকের আলি (৫৮) রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের ইনিংস ২৫৫ রানের বেশি এগোয়নি। ব্যর্থ বাংলাদেশের মিডল অর্ডার। বলা যায় জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানির কাছেই একপ্রকার আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা। মুজারাবানি দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট তুলে নেন।

জিম্বাবোয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। ৭ উইকেটেই সেই লক্ষ্যে পৌঁছে যায় আরভিনরা। ম্যাচ জয়ে কার্যকরী ভূমিকা নেন দুই ওপেনার ব্রায়ান বেনেট (৫৪), বেন কুরান (৪৪)। তাঁদের জুটিতে ওঠে ৯৫ রান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহদি হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ৫টি উইকেট। তা সত্ত্বেও দলকে বাঁচাতে পারেননি। এই জয়ের মাধ্যমে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল জিম্বাবোয়ে। উল্লেখ্য, বিদেশের মাঠে এই বাংলাদেশের বিরুদ্ধেই ২০১৮ সালে শেষবার জিতেছিল আফিকার এই দেশটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *