বালুরঘাট: ইভটিজারের হাত থেকে নাবালিকা মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বালুরঘাটে নিগৃহিত হলেন মা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রামপঞ্চায়েত এলাকায়। ওই নাবালিকাকে ফাঁকা মাঠে একা পেয়ে এক যুবক শ্লীলতাহানি করার চেস্টা করে বলে অভিযোগ। মেয়ের চিৎকার শুনে ছুটে এসে মেয়েকে রক্ষা করতে এলে ওই যুবক তার মাকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। এরপরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে পাকড়াও করে বেদম পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতের নাম মিলন পাহান (২৪)। এদিন ধৃতকে বালুরঘাট আদালতে পেশ করা হয়েছে।