বালুরঘাট: দুবাইয়ে শুরু হয়েছে ভারত-পাকিস্তান মহারণ। প্রায় আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তাই এবার পাকিস্তানকে পরাজিত করে সুমধুর প্রতিশোধ নিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট টিমের পাশাপাশি গোটা দেশের মানুষ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাতে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলেন বালুরঘাটবাসী। রবিবার দুপুরে বালুরঘাট কোর্টমোড় এলাকায় রাস্তার উপর যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় দলের ফ্লেক্স লাগিয়ে যজ্ঞ করা হচ্ছে। বালুরঘাটবাসীকে খেলা দেখানোর জন্য থানা মোড়ে লাগানো হচ্ছে জায়েন্ট স্ক্রিন। শুরু হয়েছে লাড্ডু বিতরণ। খেলা যত এগোবে তত উন্মাদনা বাড়বে তা একদম পরিষ্কার। পাড়ায় পাড়ায় আতশবাজি নিয়ে রেডি হয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা। শুধুমাত্র যজ্ঞ অনুষ্ঠান নয় প্রত্যেক বালুরঘাটবাসীর আজ প্রার্থনা করছেন যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে ভারত জয়ী হয়। পাকিস্তানকে পরাস্ত করা একরকম চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতোই বলে দাবি বালুরঘাটের বাসিন্দাদের।