Balochistan unbiased | রাষ্ট্রসঙ্ঘের কাছে স্বাধীন দেশের স্বীকৃতি দাবি বলোচ সাহিত্যিকের, বার্তা ভারতকেও

Balochistan unbiased | রাষ্ট্রসঙ্ঘের কাছে স্বাধীন দেশের স্বীকৃতি দাবি বলোচ সাহিত্যিকের, বার্তা ভারতকেও

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরেই পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালোচ বিদ্রোহীরা। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহেই নিজেদের লক্ষ্য পূরণে মরিয়া বালোচরা। ভারত-পাক সংঘাতের আবহেই নিজেদের স্বাধীন ঘোষণা করল বালোচিন্তানবাসী। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেন বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালোচ। তাঁর কথায়, স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের। রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি। বালোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে।

ভারতের প্রত্যাঘাতে ক্রমশ কোনঠাসা হচ্ছে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। শুধু ভারতই নয় পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে বালোচ আর্মি। বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালোচিস্তানে। হামলা চালায় বালোচ সেনা। বোলানের শোরকান্ডে রিমোট কন্ট্রোলের সাহায্যে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় পাকিস্তান সেনার একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ সেনা আধিকারিকের। তাঁদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক-সহ আরও অনেকে। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এদিনই দুপুর ২টো ৪০ মিনিটে কেছের কুলাগ তিগরানেও রিমোট কন্ট্রোল পরিচালিত আইইডি বিস্ফোরণ হয়। তাতে বম্ব ডিসপোজাল স্কোয়াডের দুই আধিকারিকের মৃত্যু হয়।

একদিকে ভারত, অন্যদিকে বালোচ সেনার আক্রমণে দিশেহারা পাকিস্তান। এই সুযোগে বালোচিস্তান পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছে বলে দাবি করা হয়েছে বালোচ লিবারেশন আর্মির তরফে। এই ঘটনার পর বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে বালোচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করেন মির। তার সঙ্গে লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালোচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা একই আর্জি জানিয়েছি। আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হঠানো হোক।”

মির আরও জানিয়েছেন, দ্রুতই স্বাধীন বালোচিস্তানের সরকার গঠিত হবে। সেই প্রশাসনে থাকবে না আ-বালোচরা। ক্যাবিনেটে গুরুত্ব দেওয়া হবে মহিলাদের। রাখা হবে বালোচ মহিলা প্রতিনিধি। খুব শীঘ্রই বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালোচিস্তান। তবে বালোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে। ভারত-পাক সংঘাতের মধ্যে পুরো ভূখণ্ড কি চলে আসবে বালোচদের দখলে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *