Balochistan | বিদ্রোহীদের দখলে সুরাব শহর, স্বাধীনতার দোরগোড়ায় বালোচিস্তান

Balochistan | বিদ্রোহীদের দখলে সুরাব শহর, স্বাধীনতার দোরগোড়ায় বালোচিস্তান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বালোচিস্তানের মাটি থেকে পাকিস্তানকে পুরোপুরি মুছে ফেলতে মরিয়া বালোচ বিদ্রোহীরা। বালোচ লিবারেশন আর্মির (Baloch Liberation Military) তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের সুরাব শহর এখন তাঁদের দখলে। সেখানকার পুলিশ থেকে প্রশাসনিক ভবন এখন তাঁদের কব্জায়। টানা তিন ঘণ্টার অভিযানে বালোচিস্তানের (Balochistan) স্বাধীনতার লক্ষ্যে আরও একটি ধাপ এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ।

এই বিষয়ে বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ (BLA spokesperson Ziand Baloch) জানান, “আমাদের মূল লক্ষ্য বালোচিস্তানের মাটিতে পাকিস্তানের সামরিক, প্রশাসনিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দখলে আনা। ইতিমধ্যেই সুরাব শহরের সব পুলিশ স্টেশন, সরকারি গেস্ট হাউস, ডেপুটি কমিশনারের দপ্তর, ও ব্যাংকগুলি দখল করা হয়েছে। সমস্ত সরকারি গাড়ি ও গুদামগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়। পাক সেনার ৩০টির বেশি রাইফেল ও বিভিন্ন অস্ত্রশস্ত্র দখল করে নিয়েছি। অনেক পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হলেও পরে শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়।” এদিনের তিন ঘণ্টার অভিযানে ওই অঞ্চলের সহকারি ডেপুটি কমিশনার হিদায়াতুল্লা বুলেদির মৃত্যু হয়েছে বলে দাবি বালোচ বিদ্রোহীদের।

তবে এখানেই শেষ নয়। শহর দখল করার পর বিদ্রোহীরা কোয়েটা-করাচি ও সুরাব গিদ জাতীয় সড়ক অবরোধ করে সেখানে তাঁদের চেকপোস্ট বসিয়েছে। এর জেরে ওই অঞ্চলে পাক সেনাবাহিনীর যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এই অভিযানের ফলে বালোচিস্তানের স্বাধীনতার লক্ষ্যে আরও একটি ধাপ এগানো গেল বলে জানানো হয়েছে বালোচ বিদ্রোহীদের তরফে। তারা আরও জানালেন, বালোচিস্তানের ভূমি থেকে পাকিস্তানকে যতক্ষন পুরোপুরি না মুছে ফেলা যাবে ততক্ষন এই লড়াই জারি থাকবে। তাদের এই লড়াইয়ে সঙ্গী হয়েছে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান (টিটিপি)(Tehreek-e-Taliban)। স্বাধীনতার এই লড়াইয়ে একাধিক সেনাক্যাম্পে হামলার পর এবার সুরাব শহর দখলের দাবি করল বালোচ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *