বহরমপুর : স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন স্বামীকে কারাদণ্ডের নির্দেশ দিল লালবাগ(Bahrampur) আদালত। জানা গেছে, ৯ বছর আগে ধৃত মোশারফ হোসেনের সঙ্গে বিয়ে হয় কারেমা বিবির। তাঁদের একটি পুত্র ও কন্যা সন্তানও রয়েছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের জেরে ২০২২ সালে ভাড়াটে দুষ্কৃতীদের সাহায্য নিয়ে খুন করা হয় কারেমা বিবিকে। ঘটনার প্রত্যক্ষদর্শী মৃতার ছেলে আব্দুল কাদেরের চিৎকারে মূল অভিযুক্ত মোশারফ ও তার দলবল সহ সকলে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে কদিন বাদেই গ্রেপ্তার করে মোশারফকে। আদালত উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩০২ ধারায় ধৃতকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে ১০ হাজার টাকার জরিমানাও নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে আশ্বস্ত হয়ে মৃতার বাবা ইয়াকুব আলি বলেন, ‘আদালতের বিচারের অপেক্ষায় ছিলাম, স্বস্তি পেয়েছি। প্রার্থনা করব এভাবে আর কোনও মেয়েকে যাতে খুন হতে না হয়।’