বহরমপুর: ভারত থেকে বাংলাদেশে (Bangladesh) বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি পাচারের চেষ্টা। অভিযানে নেমে এক তরুণকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণের নাম সোহান রেজা (২৪)। বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে এক তরুণ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে বহরমপুর স্টেডিয়াম (Baharampur) সংলগ্ন এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে বলে খবর আসে পুলিশের কাছে। এরপরই পুলিশ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গিয়ে সন্দেহভাজন তরুণকে আটক করে। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অত্যন্ত উন্নতমানের চারটি ৭ এমএম পিস্তল, ৮টি ফাঁকা ম্যাগাজিন এবং ১৩০ রাউন্ড গুলি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, জলঙ্গি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। সামশেরগঞ্জের ধুলিয়ান এলাকার এক অস্ত্র ব্যবসায়ীর থেকে উদ্ধার হওয়া গুলি এবং আগ্নেয়াস্ত্র এনেছিল ধৃত তরুণ। ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বুধবার ধৃতকে বহরমপুর আদালতে পেশ করছে করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির আবহ চলছে। আর সেই সুযোগেই সে দেশের কিছু দুষ্কৃতীদের দল বেআইনিভাবে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুত করার চেষ্টা করছে। আর এই কাজে তারা ভারতের কিছু অসাধু ব্যক্তির সাহায্য নিচ্ছে।