উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কালো রঙের একটি ট্রলিব্যাগ পড়ে রয়েছে নালাতে। পরিত্যক্ত ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে এক মহিলার দেহ, মুখে লাগানো বাদামি রঙের টেপ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাগুইআটির দেশবন্ধুনগরে। জানা গিয়েছে, এদিন স্থানীয়রা প্রথমে ব্যাগটি পড়ে থাকতে দেখেন ওই নালাতে। এরপরেই তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে ব্যাগটি খুলতেই ব্যাগের ভেতর থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার মুখে একটি বাদামি রঙের টেপ লাগানো ছিল। তবে মহিলার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের এলাকায় কোথাও কোনও নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে কিনা সেই ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। মহিলাটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।