উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির বাগরাকোট। অশান্তি থামাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার বেলা ১২টা নাগাদ ঝামেলা শুরু হয়। বাগরাকোট রেল ক্রসিংয়ের দুই পারে জমা হতে থাকে উত্তেজিত জনতা। দু’পক্ষই একে অপরের দিকে পাথর ছুড়তে থাকে। অনেকেরই হাতে ছিল লাঠি, লোহার রড। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় শিলিগুড়ি থানার পুলিশ।
এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায়। টিকিয়াপাড়ার দিক থেকে প্রথমে পাথর ছোড়া হয় বলে বাগরাকোটের বাসিন্দাদের অভিযোগ। এনিয়ে তাঁরা পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। কয়েকটি বাড়ি, টোটো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচের দিন ঝামেলা হয়েছিল। অভিযোগ, সেই ঘটনার পর ডাঙ্গিপাড়ার একদল তরুণ বাগরাকোটের এক তরুণকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। মঙ্গলবার থেকেই বিষয়টি নিয়ে বাগরাকোটে চর্চা চলছিল। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন বাসিন্দারা। এরপর এদিন পরিস্থিতি চরমে ওঠে।
রেল ক্রসিংয়ের দু’পারে জমা হন দুই গোষ্ঠীর লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে। পরে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাগরাকোট ও টিকিয়াপাড়া এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ।