বাগডোগরা: শনিবার বাগডোগরা (Bagdogra) থানা এলাকা থেকে উদ্ধার হল ৩ জন ভবঘুরের দেহ (Dead physique)! ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের তৎপরতায় পুলিশে খবর দেওয়ার পর তড়িঘড়ি দেহগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বাগডোগরা থানার পুলিশের (Police) পক্ষ থেকে জানা গেছে, বাগডোগরার গোঁসাইপুরে এশিয়ান হাইওয়ে টু সড়কের ডিভাইডারের নালার মধ্যে পাওয়া যায় এক মহিলার দেহ। বয়স আনুমানিক ৪০। বাগডোগরার মসজিদ পাড়ায় পাওয়া যায় একজন পুরুষের দেহ। তার বয়স আনুমানিক ৫০। এছাড়া গঙ্গারাম চা বাগানে পাওয়া যায় আরও একটি দেহ। স্থানীয় বাসিন্দারাি দেহগুলি পরে থাকতে দেখেন। তারাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical Faculty Hospital)। এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদের তিনজনকেই বিগত বেশকিছু দিন থেকেই এই এলাকায় দেখা গিয়েছিল। তবে কীভাবে ৩ জনের মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছেন তারাও।