উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বড়তলা থানা এলাকার ফুটপাথে কাঁদছিল ৭ মাসের এক ফুটফুটে শিশুকন্যা। কান্নার কারণ খুঁজতে কাছে যেতেই দেখা গেল একরত্তির যৌনাঙ্গে একাধিক ক্ষত, ঝরে পড়ছে রক্ত। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুলিশ (Police) এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতালে (Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা বলেন, শিশুটি ধর্ষণের (Rape) শিকার! ঘটনাটি ঘটেছিল গত বছর ডিসেম্বরে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করল নগর দায়রা আদালত। আগামীকাল দুপুরে সাজা ঘোষণা করবে আদালত।
ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয় ধর্ষণকারীর বিরুদ্ধে। রাস্তার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছিল তাকে। যুবকের নাম রাজীব ঘোষাল (৩৪)। বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়। অন্যদিকে, নিগৃহীত শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার ২৬ দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ। মূলত গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেম ব্যবহার করেই এই তদন্তে সাফল্য আসে। সেই সমস্ত তথ্য প্রমাণ সহ সংগ্রহ করে আদালতে জমা দেন পুলিশ। ৪০ দিনের মাথায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। আগামীকাল সাজা ঘোষণা।