জঙ্গিপুর: আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সুতি এলাকায়। জানা গিয়েছে, শিশুটি পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন বিকেলে সবাই যখন গল্পে মশগুল ছিল, সেই সময় বাড়ির সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায় শিশুটি। তারপর থেকে আর খোঁজ নেই শিশুটির। এরপরেই বাড়ির লোকেরা শিশুটির খোঁজ শুরু করে। কোনও হদিস না পেয়ে হিজলতলা এলাকার একটি সিসিটিভিতে ধরা পড়ে শিশুটির এক ভয়ানক মুহূর্ত। যেখানে দেখা যায় বাড়ির পাশের একটি ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা পাশের একটি পুকুরে পা হড়কে পড়ে গিয়ে তলিয়ে যায় সে।
সেই ভিডিও ফুটেজ দেখার পরেই পরিবারের লোকেরা হিজলতলার পুকুরে গিয়ে দেখেন শিশুটির দেহ জলে ভেসে আছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।