দুর্গাপুরঃ দুর্গাপুর নগর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের “রেফার কাগজ” থাকা সত্ত্বেও রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। যার জেরে এক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তোলা হয়েছে শিশুর পরিবারের তরফে। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। যদিও শিশুর পরিবারের করা অভিযোগ অস্বীকার করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃত শিশুর পরিবারের সদস্য ও পরিজনেরা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। সামান্য জ্বর নিয়ে দুর্গাপুর বি জোনের বাসিন্দা সাড়ে তিন বছরের ঋক বাউরিকে স্থানীয় দুর্গাপুর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় পরিবারের সদস্যরা। সেখানে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় ঋক বাউরিকে। সেই মতো দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশুকে পরিবারের সদস্যরা নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে দেখেন। এরপরে তাকে ভর্তি করানোর কথা বলে পরিবারের সদস্যরা। কিন্তু, অভিযোগ ভর্তি না নিয়ে, কিছু ওষুধপত্র দিয়ে ঋককে ছেড়ে দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ কিনে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এরপর শুক্রবার ভোরে ফের ঐ শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন পরিবারের সদস্যরা শিশুটিকে আবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন ঋকের পরিবারের সদস্যরা। বিশাল পুলিশ বাহিনী এসে কোন মতে সামাল দেয় গোটা পরিস্থিতি।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য শিশুর পরিবারের সদস্যদের করা অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের তরফে বলা হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হলে, তদন্ত করে দেখা হবে।