Babar Azam | বাবর আজমের বিশ্ব টি-টোয়েন্টি একাদশে ঠাঁই হলো না কোহলির! ব্যাটিং ওপেন করবেন কে?  

Babar Azam | বাবর আজমের বিশ্ব টি-টোয়েন্টি একাদশে ঠাঁই হলো না কোহলির! ব্যাটিং ওপেন করবেন কে?  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিজের পছন্দের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি একাদশ বাছলেন পাকিস্তান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তবে সেই দলে ঠাই পেলেন না বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ!

এই মুহূর্তে পাকিস্তানে পিসিএল চলছে। লিগে পেশোয়ার জালমি টিমের অধিনায়কত্ব সামলাচ্ছেন বাবর। সম্প্রতি জালমি টিভির একটি অনুষ্ঠানে বাবরকে বিশ্ব টি-টোয়েন্টি একাদশ বেছে নিতে বলা হয়। তবে শর্ত দেওয়া হয় যে, কোনও দেশের থেকে ২ জনের বেশি খেলোয়ার বেছে নিতে পারবেন না তিনি। সেই মতোই নিজের পছন্দের একাদশ বেছে নেন তিনি। তবে তাঁর দলে বিরাট, বুমরাহ জায়গা না পেলেও ভারত থেকে রোহিত এবং সুর্যকুমার যাদবকে নিজের এই একাদশে রেখেছেন তিনি।

বাবরের বেছে নেওয়া বিশ্ব টি-টোয়েন্টি একাদশ টিমে ব্যাটিং ওপেন করবেন রোহিত শর্মা এবং বাবরেরই সতীর্থ মহম্মদ রিজওয়ান। ৩ নম্বরে রয়েছেন অপর পাক ব্যাটার ফখর জামান। চার নম্বরে ব্যাট করতে নামবেন সূর্যকুমার। পাঁচ নম্বরে ইংল্যান্ডের জস বাটলার। ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ৭ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জনসেন। আট নম্বরে থাকবেন আফগানিস্তানের রশিদ খান। ৯ নম্বরে নামবেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ১০ নম্বরে মিচেল স্টার্ক এবং ব্যাটিং অর্ডারের ‘লাস্ট রিসর্ট’ অর্থাৎ ১১ নম্বরে রয়েছেন ইংরেজ বোলার মার্ক উড। প্রসঙ্গত, এই বিশ্ব একাদশ টিমে নিজের নামটিও রাখেননি বাবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *