উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ‘নগদকাণ্ড’ সম্পর্কিত ইন-হাউস তদন্তের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই। শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে আলোচনা করে বুধবার বি আর গভাই জানান, ‘এই মামলার শুনানি করা উচিত হবে না। বিচারপতি বর্মার মামলা শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হবে।’
দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে চলতি বছর দোল উৎসবের দিন আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়ির গুদাম থেকে উদ্ধার হয় রাশি রাশি আধপোড়া নোটের বান্ডিল। এই ঘটনার জেরে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় বিচারপতি বর্মাকে। এরপর মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। ঘটনার অনুসন্ধানের জন্য হাইকোর্টের তিন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে শীর্ষ আদালত। ৩ মে অনুসন্ধান কমিটি একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে।
এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আমি এই মামলাটি শুনতে পারব না, কারণ আমি ওই কমিটির অংশ ছিলাম। আমরা এটি তালিকাভুক্ত করব, এবং অন্য বেঞ্চ গঠন করা হবে।’
বিস্তারিত আসছে………………