B R Gavai | দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে বিআর গাভাইকে নিয়োগ রাষ্ট্রপতির

B R Gavai | দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে বিআর গাভাইকে নিয়োগ রাষ্ট্রপতির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে (B R Gavai) দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আগামী ১৪ মে থেকে তিনি এই পদে দায়িত্ব নেবেন। তিনি বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হবেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সামাজিক মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারির খবর প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিচারপতি বিআর গাভাই ভারতের ৫২ তম প্রধান বিচারপতি (52th Chief Justice of India) হিসেবে শপথ নেবেন। যদিও তিনি প্রধান বিচারপতি হিসেবে ৬ মাস পদে থাকবেন। ২০২৫ সালের নভেম্বরেই তিনি অবসর নেবেন।’

১৯৬০ সালে মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের। তাঁর বাবা প্রয়াত আরএস গাভাই বিহার ও কেরালার রাজ্যপাল ছিলেন। সমাজকর্মী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। ২০০৩ সালের ১৪ নভেম্বর বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করেন গাভাই। স্থায়ী বিচারপতি হন ২০০৫ সালের ১২ নভেম্বর। মুম্বই, নাগপুর অওরঙ্গাবাদ ও পানাজিতে তিনি বিভিন্ন বেঞ্চে ১৫ বছর বিচারপতি হিসেবে কাটিয়েছেন। ২০১৯ সালের ২৪ মে বিআর গাভাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *