উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন প্রবীণ প্রাবন্ধিক, কবি ও বামপন্থী চিন্তক আজিজুল হক (Azizul Haque)। সোমবার দুপুরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কিন্তু সম্প্রতি বাড়িতেই পড়ে গিয়ে হাত ভেঙে যায় তাঁর। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রক্তে সংক্রমণও ধরা পড়েছিল তাঁর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতে আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। রবিবার রাতে রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু এদিন দুপুর ২টা ২৮ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। এরপরই হাসপাতালের তরফে তাঁর মৃত্যু সংবাদ পরিবারকে জানানো হয়।
নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজিজুল হক। চারু মজুমদারের মৃত্যুর পর সিপিআই (এম-এল)-এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জীবনের অনেকটা সময় জেলবন্দি ছিলেন তিনি। ১৯৭৭ সালে জেল থেকে মুক্তির পর ফের ১৯৮২ সালে জেলবন্দি হন। জেলে বসেই তিনি ‘কারাগারে ১৮ বছর’ বইটি লিখেছিলেন। একটা সময় পর যদিও তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ সরে আসেন।
এদিন আজিজুল হকের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রবীণ রাজনীতিক আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোকজ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’