Awami League chief arrested | প্রাণ বাঁচাতে সীমান্ত টপকে ভারতে! অনুপ্রবেশের দায়ে মুর্শিদাবাদে গ্রেপ্তার আওয়ামি লিগ নেতা   

Awami League chief arrested | প্রাণ বাঁচাতে সীমান্ত টপকে ভারতে! অনুপ্রবেশের দায়ে মুর্শিদাবাদে গ্রেপ্তার আওয়ামি লিগ নেতা   

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনুপ্রবেশের দায়ে মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেপ্তার হলেন আওয়ামি লিগের এক নেতা। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে ঢোকার সময় তিনি ধরা পড়েন মুর্শিদাবাদ জেলা পুলিশের হাতে। ধৃতের নাম মহম্মদ নজরুল ইসলাম। তিনি পাবনার আওয়ামি লিগের জেলা পরিষদের প্রাক্তন সদস্য ছিলেন।

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই অস্তিত্ব সংকটে আওয়ামি লিগের। হাসিনার সময়কালের প্রচুর সংখ্যক আওয়ামি লিগের নেতা বর্তমানে জেলবন্দি। অনেক নেতাই ঘরছাড়া। গত কয়েক মাসে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন হাসিনার দলের নেতা কর্মীরা। সোমবার ফের অবৈধভাবে ভারতে এসে গ্রেপ্তার হলেন আরও এক আওয়ামি লিগ নেতা মহম্মদ নজরুল ইসলাম। জানা গিয়েছে, এদিন গভীর রাতে প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে চলে আসে ভারতের হরিরামপুরে। সেখানে নজরুলের সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয়দের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

নজরুলের দাবি, ‘‘ওরা আমাকে মেরে ফেলত। বাঁচার উপায় না পেয়ে ভারতে চলে এসেছি।’ মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং জানিয়েছেন, ধৃত ব্যক্তি বাংলাদেশের পাবনার  নাগরিক। নজরুল শুধু আওয়ামি লিগের নেতা হওয়ায় তাঁর রাজনৈতিক হিংসায় প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তাঁর কাছে থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। অনুপ্রবেশের কারণ জানতে তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *