উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের গোন্ডায় গাড়ি খালে পড়ে মৃত্যু হল ১১ জনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার মন্দির দর্শন করে একটি চারচাকা গাড়িতে চেপে ফিরছিলেন ১৫ জন যাত্রী। পথে দুর্ঘটনা ঘটে। গোন্ডা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ১১ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘গোন্ডা জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’ আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।