চোপড়া: শিলিগুড়ির পর এবার এটিএম লুটের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল চোপড়ায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে চোপড়ার তিনমাইল জাতীয় সড়ক ঘেষা একটি এটিএম কাউন্টারে। জানা গিয়েছে,গভীর রাতে দুষ্কৃতীদের একটি দল প্রথমে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করে। কিন্তু সন্দেহজনক শব্দ শুনেই সতর্ক হয়ে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত নাইট গার্ড। এরপরে সেই গার্ড কিছুটা দূর থেকে টর্চের আলো ফেলতেই এটিএম থেকে বেরিয়ে দুষ্কৃতীরা একটি চার চাকার ছোট গাড়িতে উঠে শিলিগুড়ি অভিমুখে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার ব্যাবসায়ীদের মধ্যে।
জানা গিয়েছে, দুষ্কৃতীরা এটিএম কিয়স্ক-এর সিসিটিভি ক্যামেরা ভাংচুর করার পাশাপাশি হাতুড়ি শাবল দিয়ে মেসিন ভাঙার চেষ্টা করে। ঘটনাপ্রসঙ্গে স্থানীয় ব্যাবসায়ী নীরব কুমার দাস বলেন, ‘৫ বছর ধরে এখানে এটিএম কাউন্টার আছে। এর আগে এধরনের ঘটনা ঘটেনি। বাজারের নাইট গার্ডের তৎপরতায় এটিএম লুটের হাত থেকে রক্ষা মিলেছে। রাতে পুলিশ পৌঁছে কাউন্টারের শাটার নামিয়ে তালা লাগিয়ে দেন। পুলিশ চারপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।’
দায়িত্বে থাকা কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হলেও এদিন বিকাল পর্যন্ত দুষ্কৃতীদের কোনও রকম খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস জানান, দুষ্কৃতীরা এটিএম ভাঙার চেষ্টা করলেও, এলাকায় থাকা পুলিশ ও ব্যবসায়ী সমিতির লোকেদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।