দার্জিলিং: পিছিয়ে গেল পাহাড় নিয়ে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক (Assembly)। পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামীকাল দিল্লিতে (Delhi) নর্থ ব্লকে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক পিছিয়ে ৩ এপ্রিল বৃহস্পতিবার করা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং সহ অন্যান্যদেরও কেন্দ্রের তরফে চিঠি দিয়ে বৈঠকের দিন পরিবর্তনের কথা জানানো হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট (Raju Bista) জানিয়েছেন, বুধবার লোকসভায় কোনও বিল পেশের পরিকল্পনা থাকায় বৈঠক পিছিয়ে গিয়েছে।
বৈঠকে পাহাড়-ডুয়ার্সের বিভিন্ন আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধি, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের থাকার কথা। ডাক পেয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট ও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। তবে রাজ্য সরকারের কাছে বৈঠক নিয়ে চিঠি পৌঁছেছে কিনা বা পৌঁছোলেও রাজ্যের তরফে কোনও প্রতিনিধি বৈঠকে থাকবেন কিনা তা স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের ধারনা, বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের বৈঠকের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এই বৈঠকে আদৌ সমস্যা সমাধানের কোনও দিশা মিলবে কিনা তা নিয়েও ঘোর সংশয় রয়েছে।
