উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমে। বৃষ্টিজনিত কারণে এখন পর্যন্ত রাজ্যটিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। আগামী কয়েকদিন রাজ্যটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার আইএমডি ১৮টি জেলায় লাল সতর্কতা জারি করেছিল। শনিবার চিরাং, বরপেটা, বঙ্গাইগাঁও, উদালগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
কামরূপ, কামরূপ ( মেট্রোপলিটন) এবং কাছাড় জেলায় বসবাসকারী ১০ হাজারেরও বেশি মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শনিবার প্রকাশিত সরকারি বুলেটিনে বলা হয়েছে, কামরূপ মেট্রোপলিটন জেলা থেকে ভূমিধসে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যাকবলিত ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাট জেলার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুটি শিবির এবং একটি ত্রাণ বিতরণকেন্দ্র খোলা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস। অবিরাম বর্ষণের কারণে শুক্রবার গুয়াহাটি বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে।