উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপরে অত্যাচার চলছে। বাংলা ভাষায় কথা বললে সেই সব মানুষজনদের বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিনরাজ্য থেকে তাঁদের উৎখাত করা হচ্ছে। অনেকদিন ধরে এমনই অভিযোগ করে আসছেন তৃণমূল কংগ্রেস। এই আবহের অসমে হিমন্ত বিশ্বশর্মা সরকারের (Assam Authorities) প্রশাসন ৩০০ বেশি পরিবারকে উচ্ছেদ করল। উচ্ছেদ হওয়া ওই পরিবারগুলির মধ্যে বেশির ভাগ বাংলাভাষী মুসলিম বলে জানা গিয়েছে।
অসমের বিশ্বনাথ জেলায় এই ৩০৯টি পরিবার দীর্ঘদিন ধরে বাস করছিল। জেলাশাসক সীমান্তকুমার দাসের দাবি, তাঁরা ১৭৫ বিঘা জমি দখল করে রেখেছিল। জমি ছাড়ার জন্য ১ অগাস্ট পরিবারগুলিকে নোটিশ পাঠানো হয়েছিল। ১৫ দিনের মধ্যে এলাকা খালি করতে বলা হয়েছিল। অধিকাংশ পরিবার নোটিশ পাওয়ার পরে এলাকা ছেড়ে দেন। আবার অনেকে থেকে যান।
এরপর প্রশাসন তাঁদের সরিয়ে দেন। বুলডোজার চালিয়ে যাতে গোটা অপারেশন নির্বিঘ্নে করা যায় এজন্য ৬০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। বাড়িগুলি ভাঙতে ২০টি বুলডোজ়ার ও বেশ কিছু ট্র্যাক্টর আনা হয়েছিল। সরকার এই প্রক্রিয়াকে আইনি প্রক্রিয়া বলে উল্লেখ করলেও বিরোধী শিবিরের দাবি, অসহায় মানুষজনকে এভাবে উচ্ছেদ করা উচিত হয়নি। এমনকী তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি।