Asian video games 2026 | জাহাজেই ‘গেমস ভিলেজ’, ২০২৬ এশিয়ান গেমসে অভিনব উদ্যোগ জাপানের

Asian video games 2026 | জাহাজেই ‘গেমস ভিলেজ’, ২০২৬ এশিয়ান গেমসে অভিনব উদ্যোগ জাপানের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কুয়েত: জাহাজের মধ্যে গেমস ভিলেজ। শুনতে আশ্চর্য লাগলেও এমনটাই হতে চলেছে। আগামী বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। ক্রীড়াবিদদের থাকার জন্য অভিনব উদ্যোগ নিতে চলেছে আয়োজকরা। জাপানের নাগোয়া বন্দরে নোঙর করা একটি ক্রুজ জাহাজকে গেমস ভিলেজ হিসেবে ব্যবহার করা হবে। প্রতিযোগিতার খরচ কমানোর জন্য এই পরিকল্পনা বলেই জানা গিয়েছে।

২৩টি ইভেন্টের ক্রীড়াবিদদের এই জাহাজে থাকার ব্যবস্থা করা হচ্ছে। নাগোয়া বন্দর থেকে প্রতিযোগিতার স্থানের দূরত্ব খুব বেশি নয়। সাধারণ গেমস ভিলেজের মতোই এই জাহাজে তৈরি গেমস ভিলেজে জিম থেকে শুরু করে সবকিছুর সুবিধা থাকছে।

এই অভিনব উদ্যোগ সম্পর্কে বিএমএক্স রেসিংয়ের টেকনিকাল ডেলিগেটস ম্যাক্স মাগার বলেছেন, ‘এই ধরনের উদ্যোগ আগে এশিয়ান গেমসে নেওয়া হয়নি। এটা ক্রীড়াবিদদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।’ এই ধরনের উদ্যোগ প্রথমবার গত বছর প্যারিস অলিম্পিকের সময় দেখা গিয়েছিল। পাঁচটি ক্রুজ জাহাজে ৪৮ জন প্রতিযোগীকে রাখা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *