উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাজাখস্তানের শিমকেন্টে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Capturing Championship) দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে ভারতের নাম উজ্জ্বল করলেন শুটাররা। রবিবার পুরুষদের ৫০ মিটার রাইফেল (৩ পজিশনস) ইভেন্টে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। একই ইভেন্টে জুনিয়র বিভাগে এশিয়ান জুনিয়র রেকর্ড গড়ে সোনা জিতেছেন আদ্রিয়ান কর্মকার।
২৩ বছর বয়সী ঐশ্বর্য ফাইনালে ৪৬২.৫ স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন। শুরু থেকেই তিনি প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে ছিলেন। চিনের ওয়েন্যু ঝাও ৪৬২ স্কোর করে রুপো এবং জাপানের নাওয়া ওকাদা ৪৪৫.৮ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। এই ইভেন্টে অন্য দুই ভারতীয় শুটার চেন সিং এবং অখিল শেওরান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে শেষ করেন। এর আগে, ঐশ্বর্য, চেন সিং এবং শেওরানের ভারতীয় দল ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস টিম ইভেন্টে রুপোর পদক জিতেছিলেন। উল্লেখ্য, এটি একই ইভেন্টে ঐশ্বর্যের দ্বিতীয় এশিয়ান খেতাব।
অন্যদিকে, জুনিয়র বিভাগে আদ্রিয়ান কর্মকার ফাইনালে ৪৬৩.৮ স্কোর করে নতুন এশিয়ান জুনিয়র রেকর্ড গড়েন। তিনি শুরু থেকেই শক্তিশালী পারফর্ম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ চিনের হান ইয়িনানকে পেছনে ফেলেন। এই ইভেন্টে বেদান্ত ওয়াঘমারে এবং রোহিত কান্যানের সঙ্গে জুটি বেঁধে আদ্রিয়ান দলগত সোনাও জয় করেন।