Asia Cup trophy | বেআইনি ভাবে ট্রফি নিজের কাছেই রেখে দিয়েছেন পাক মন্ত্রী নকভি, মনে করছে বিসিসিআই  

Asia Cup trophy | বেআইনি ভাবে ট্রফি নিজের কাছেই রেখে দিয়েছেন পাক মন্ত্রী নকভি, মনে করছে বিসিসিআই  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও সূর্যদের হাতে সেই ট্রফি তুলে দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফাইনাল শেষের পর প্রায় দুই দিন পেরিয়ে গেলেও ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। সময় যত গড়াচ্ছে বিতর্ক তত বাড়ছে। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ট্রফি বিতর্ক নিয়ে ঝড় তুলবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের যাবতীয় বিতর্ক ছাপিয়ে গিয়েছে ট্রফি এখন কোথায় আছে, সেই প্রশ্ন।

‘সিএনএন নিউজ ১৮’ সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় বোর্ডের দৃঢ় বিশ্বাস, ট্রফি রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম‍্যান মহসিন নকভির ব‍্যক্তিগত জিম্মায়।

তাহলে এশিয়া কাপের ট্রফি কোথায়? প্রথমে জানা গিয়েছিল, ট্রফি রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দপ্তরে। যা দুবাইয়ে যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কখা। বৈঠকে প্রতিনিধিত্ব করবেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ‍্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলার। দুজনেই এসিসির বোর্ডে আছেন। সূত্রের খবর, সেই বৈঠকে বিসিসিআই সরকারি ভাবে ট্রফি চেয়ে আবেদন করবে। তাতে নকভি যদি রাজি হন তো ভাল, না হলে বোর্ড পরবর্তী পদক্ষেপের কথাও ভেবে রেখেছে। সেখানেই বোর্ডের প্রতিনিধি বলবেন, বেআইনি ভাবে ট্রফি নিজের কাছেই রেখে দিয়েছেন নকভি। আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *