Asia Cup Trophy | এশিয়া কাপ ট্রফি আছে দুবাইয়ের এসিসির কার্যালয়ে, শীঘ্রই হাতে পাবে ভারত   

Asia Cup Trophy | এশিয়া কাপ ট্রফি আছে দুবাইয়ের এসিসির কার্যালয়ে, শীঘ্রই হাতে পাবে ভারত   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এ বারের এশিয়া কাপের শুরু থেকেই দু’দলের মধ্যে সংঘাত চলছে। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে শুরুটা করেছিল ভারত। সেই ঘটনা ভাল ভাবে নেয়নি পাকিস্তান। এবার শেষটাও করল ভারতই। এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের হওয়ায় তাঁর হাত থেকে চ্যাম্পিয়ান ট্রফি নিতে অস্বীকার করে সূর্যরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন মহসিন নকভি। তবে সূত্রের খবর, এশিয়া কাপের ট্রফিটি রয়েছে দুবাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে। শীঘ্রই ট্রফিটি ভারতীয় কর্মকর্তার হাতে তুলে দেবে এসিসি।

এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল নাটক। ফাইনাল শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ান হলে ভারত পাকিস্তানের মন্ত্রী তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় ক্রিকেট দল। সেই মতো পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর নকভির হাত থেকে ট্রফি নেয়নি সূর্যরা। খেলা শেষ হওয়ার সওয়া ১ ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তাঁরা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। নকভিও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। অন্য কোনও কর্তাকে তিনি ট্রফি দেওয়ার অনুমতি দেননি। সেই কারণে ভারতীয় দলও নিজেদের দাবি থেকে সরেনি।

মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বার বার নকভিকে অনুরোধ করেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্তা চাপ দিতে থাকেন। তখনই নকভি বলেন, অধিনায়ক সূর্যকুমার যাদবকে দুবাইয়ে কাউন্সিলের অফিসে গিয়ে ট্রফি নিয়ে আসতে হবে। অন্য কোনও ভারতীয় কর্মকর্তার হাতে ট্রফি দেবেন না। যদিও নকভির এই শর্ততে কর্ণপাত করেনি বিসিসিআই। বৈঠকে শুক্লা স্পষ্ট করে দেন, ভদ্র ভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি। শুক্লার অভিযোগ, নকভির আচরণ কেবল বিজয়ী দলকেই অসম্মান করেনি বরং সদস্য দেশগুলির বিরুদ্ধে রাজনৈতিক বৈষম্যের একটি বিপজ্জনক নজিরও স্থাপন করেছে।

এরপরেই কিছুটা নমনীয় মনোভাব পোষণ করে এসিসি। এসিসির তরফে জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপের ট্রফি, মেডেল এসিসির দপ্তরেই আছে। খুব শীঘ্রই সেগুলো দুবাইয়ের কার্যালয় থেকে তুলে দেওয়া হবে ভারতীয় প্রতিনিধিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *