উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের স্পিনারদের ঘুর্ণিতে লণ্ডভণ্ড হয়ে গেল পাকিস্তান। ১৯.১ ওভারে অল আউট হয়ে গেল পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৩৩ রানে। এশিয়া কাপের ফাইনাল জিততে ভারতের সামনে লক্ষ্য ১৪৭ রান।
এদিন ফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। হার্দিক না থাকায় প্রথমে বল করতে আসেন শিবম দুবে। পাওয়ার প্লে-তে ভালো বল করলেন তিনি। দুই ওভারে দিলেন ১২ রান। শিবম ভালো বল করলেও বুমরাহ রান দিলেন। প্রথম দুই ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে আরও একটি অর্ধশতরান সাহিবজাদা ফারহানের। ফাইনালে ৩৫ বলে ৫০ রান করেছেন তিনি।
৮৪ রানের মাথায় পাকিস্তানের ভেঙে গেল ওপেনিং জুটি। বাউন্ডারি লাইনে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে বরুণের বলে আউট হলেন ফারহান। তিনি ৩৮ বলে করেছেন ৫৭ রান। ১১৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন পাকিস্তানের। কুলদীপের বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে আউট হন আয়ুব (১৪)। শূন্য রানে অক্ষরের বলে আউট হারিস। ৪৬ রান করে আউট ফাখার জামান। পাকিস্তানের রান ১৪.৪ ওভারে ১২৬/৪। ফের উইকেটের পতন পাকিস্তানের। অক্ষরের বলে ১ রান করে আউট হুসেন তলত। ভারতকে খেলায় ফেরালেন স্পিনারেরা। ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। কুলদীপের বলে ৮ রান করে আউট হন অধিনায়ক সলমন। এবার শূন্য রানে ফিরলেন শাহিন আফ্রিদি। একই ওভারে ৩ উইকেট নিলেন কুলদীপ। সলমন আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফকে আউট করেছেন তিনি। ২১ রানে পাকিস্তানের শেষ ৭ উইকেট পড়েছে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে উইকেটে ফিরলেন বুমরাহ। তাঁর ইয়র্কারে আউট হলেন রউফ। ১৯.১ ওভারে অল আউট হয়ে গেল পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৩৩ রানে। এশিয়া কাপের ফাইনাল জিততে ভারতের সামনে লক্ষ্য ১৪৭ রান।
এদিন চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফাইনালে হার্দিকের বদলে দলে এসেছেন রিঙ্কু সিং। আরও দু’টি বদল হয়েছে ভারতের দলে। অর্শদীপ সিং এবং হর্ষিত রানার বদলে প্রত্যাশামতোই দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবে।