Asia Cup 2025 | ব্যর্থ মিডল অর্ডার! বাংলাদেশের বিপক্ষে ১৬৮ রানেই শেষ ভারতের ইনিংস

Asia Cup 2025 | ব্যর্থ মিডল অর্ডার! বাংলাদেশের বিপক্ষে ১৬৮ রানেই শেষ ভারতের ইনিংস

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মিডল অর্ডারে ব্যর্থতার কারণে বড় রানের স্কোর করতে পারল না ভারত। ভারতকে একাই চাপে ফেলে দিলেন বাংলাদেশের রিশাদ। নিজের পর পর ২ ওভারে এদিন তুলে নিয়েছেন ভারতের শুভমন এবং শিবমের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর দারুণ ফিল্ডিংয়ের সুবাদেই রান আউট অভিষেক। এদিন ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ভারত করে মাত্র ১৬৮ রান।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামলাতে অস্বস্তিতে পড়ে যান অভিষেক-শুভমন। যদিও দুই ওভার পর থেকেই মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক ও শুভমন। পাওয়ার প্লের মধ্যেই ৭০ রান করে ভারত। অভিষেক (৪৬) এবং শুভমন (২৫)। পাওয়ার প্লে শেষ। এ বারের এশিয়া কাপে এটাই পাওয়ার প্লের সর্বোচ্চ রান। এদিন ৭৭ রানের মাথায় রিশাদকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হলেন শুভমন (২৯)। ২৭ বলে ৫০ রান করেন অভিষেক। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে তুলে আনা হয়েছিল শিবমকে। লাভ হল না। রিশাদের বলে আউট হয়ে গেলেন ২ রান করে। ভারত ৮৩/২। ১০.১ ওভারে ভারত ১০২/২। ব্যাট করছেন অভিষেক (৬৬) এবং সূর্যকুমার (৩)। নিজের ভুলে শতরান হাতছাড়া করলেন অভিষেক। ৩৭ বলে ৭৫ রান করে রান আউট হয়ে গেলেন। ভারত ১১২/৩। ওয়াইড বলে পুল মারতে গিয়ে ক্যাচ আউট সূর্যকুমার (৫)। ভারত ১১৪/৪। তামজিমের বলে আউট তিলক (৫)। ভারত ১২৯/৫। ৩৮ রানে করে শেষ বলে আউট হলেন হার্দিক। ১০ রানে অপরাজিত থাকলেন অক্ষর। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৬৯ রান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *