উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে ওয়ার্কলোডের সমস্যা ভুগিয়েছে ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহকে। ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি টেস্ট খেলায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এবার তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপে খেলতে চান তিনি। দল নির্বাচনের সময় যেন তাঁর কথা মাথায় রাখা হয়। ১৯ অগাস্ট মঙ্গলবার রয়েছে এশিয়া কাপের দল নির্বাচন। নির্বাচক কমিটি বৈঠকে বসে এবিষয়ে আলোচনা করবে।
ইংল্যান্ড সিরিজে বুমরাহ তিনটি টেস্টে ১১৯.৪ ওভার বোলিং করেছেন। ১৪ উইকেটও নিয়েছিলেন তিনি। ম্যাঞ্চেস্টারে শেষ টেস্ট থেকে এশিয়া কাপ শুরু হওয়া পর্যন্ত মাসখানেকেরও বেশি সময় পাচ্ছেন তিনি। ফলে পর্যাপ্ত বিশ্রামও পেয়েছেন। সেকারণে বুমরাহ পুরোপুরি ফিট থাকবেন বলে মনে করছে ক্রিকেট মহল। এছাড়াও টি-টোয়েন্টিতে মাত্র চার ওভার বল করতে হয়। এতে শরীরে অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম।
অন্যদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। জুনে জার্মানিতে অস্ত্রোপচার হয়েছিল সূর্যের। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন। জার্মানির মিউনিখের একটি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছিলেন। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি। এশিয়া কাপে খেলতে আর কোনও সমস্যা হবে না তাঁর। রিহ্যাব করার পর সূর্যকে ফিট ঘোষণা করা হয়েছে। নির্বাচনী বৈঠকে সূর্যের থাকার কথা রয়েছে।