উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) জন্য ভারতীয় দল ঘোষনা হয়ে গিয়েছে। সেখানে জায়গা হয়নি যশস্বী জয়সওয়াল (Yasswi Jaiswal) ও শ্রেয়স আয়ারের (Shreyas Iyer)। দেশের অন্যতম সেরা দুই ক্রিকেটারের দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও ওই দু’জনকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। সেখানে দল নির্বাচনে সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন তিনি।
আগরকর বলছেন, ‘‘যশস্বীর দলে না থাকাটা দুর্ভাগ্যজনক। অভিষেকের অতীতের পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন ছিল। অভিষেক বল করতে পারে। অধিনায়কের হাতে অতিরিক্ত বিকল্প থাকবে। অভিষেকের অলরাউন্ড দক্ষতার জন্যই পিছিয়ে পড়েছেন যশস্বী বলে মত আগরকারের।’
কিন্তু প্রশ্ন হল, দলে অক্ষর প্যাটেলের মতো একজন বাঁ হাতি স্পিনার রয়েছেন। সেক্ষেত্রে আরও এক জন বাঁহাতি স্পিনার আদৌ কী দরকার পড়বে? এবার আইপিএলে যশস্বী ১৪টা ম্যাচে ৪৩ গড়ে ৫৫৯ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১৫৯.৭১।
এদিকে শ্রেয়সকে দলে না রাখার ক্ষেত্রে আগরকরের বক্তব্য, ‘শ্রেয়সের দলে সুযোগ না পাওয়াটা ওর দোষও নয়। ও একজন প্রতিভাবান ক্রিকেটার। ওকে পরর্বর্তী সুয়োগের জন্য অপেক্ষা করতে হবে। আসলে ১৫ জনের বেশি ক্রিকেটারকে দলে রাখার সুযোগ নেই।
সাদা দলের ক্রিকেটে শ্রেয়স দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। গত দু’বছর আইপিএলের অন্যতম সফল অধিনায়কও। ২০২৫ সালের আইপিএলে ১৭টা ম্যাচে ৫০.৩৩ গড়ে ৬০৪ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৫.০৭। ছয়টা অর্ধশতরান করেন।