উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজগীরে অনুষ্ঠিত পুরুষদের এশিয়া কাপে জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে দুর্দান্ত জয় তুলে নিল ভারতীয় হকি দল। বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মাধ্যমে ভারত টুর্নামেন্টে তাদের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল এবং ‘পুল এ’-এর শীর্ষে উঠে এল। এরই মধ্যে দিয়ে টুর্নামেন্টের সুপার ফোরেও জায়গা করে নিল তাঁরা। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে গ্রুপ শীর্ষে থাকা দুই দল সরাসরি সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে।
এদিন খেলার চতুর্থ মিনিটেই মনদীপ সিংয়ের গোলে ভারত প্রথম লিড নেয়। এরপর দলের অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে দু’টি গোল করে ভারতের পক্ষে ব্যবধান বাড়ান। জাপান তাদের হার বাঁচাতে শেষ চেষ্টা চালিয়ে গেলেও তা সফল হয়নি। কোসেই কাওয়াবে জাপানের হয়ে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুটি গোল করেন, কিন্তু তার গোলগুলো শেষ পর্যন্ত বৃথা যায়। এই জয়ের ফলে ভারত পুল এ-তে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে পৌঁছে গেছে। এশিয়ান র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও জাপানের এই পরাজয় তাদের এই টুর্নামেন্টে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে।