Asia Cup | এশিয়া কাপের সময়সূচিতে শেষ মুহূর্তে বড় বদল, কারণ কী?

Asia Cup | এশিয়া কাপের সময়সূচিতে শেষ মুহূর্তে বড় বদল, কারণ কী?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আসন্ন এশিয়া কাপের সময়সূচিতে শেষ মুহূর্তে বড় বদল। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র সময় অনুযায়ী সন্ধ্য়া ৬টা ৩০ মিনিট থেকে (ভারতীয় সময় রাত ৮টা) খেলা শুরু হবে। ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচই হবে ওই সময়। একই সময়ে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচও। তবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের ম্যাচ স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে।

কেনও শেষ মুহূর্তে সময় পরিবর্তন হল, সেই বিষয়ে আয়োজকদের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গরম এড়াতেই এই সিদ্ধান্ত। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেকারণেই সময় বদল।

এর আগে ঠিক ছিল, ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা) শুরু হবে। সেটা পরিবর্তন করে রাত ৮টা (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) করা হয়েছে। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর আবুধাবিতে এশিয়া কাপ শুরু হবে। আট দল প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের পুরুষদের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *