উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগ (Rape expenses) উঠল হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরের (Ashish Kapoor) বিরুদ্ধে। বুধবার অভিনেতাকে গ্রেপ্তার (Arrested) করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামের মাধ্যমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল আশিসের। পরবর্তীতে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে এক পরিচিতের বাড়িতে হাউস পার্টিতে (Home get together) ওই মহিলাকে আমন্ত্রণ জানান তিনি। সেই হাউস পার্টি চলাকালীনই শৌচালয়ে (Washroom) আটকে রেখে তাঁর উপর আশিস যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। এরপর গত ১১ অগাস্ট এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা। সেই এফআইআরে প্রথমে আশিসের পাশাপাশি তাঁর বন্ধু, বন্ধুর স্ত্রী এবং দুই অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নিজের বয়ান বদলে নির্যাতিতা কেবল আশিসকেই অভিযুক্ত করেন।]
এমনকি নির্যাতিতা আরও অভিযোগ করেছিলেন যে, গোটা ঘটনাটির একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। যদিও এই জাতীয় কোনও ফুটেজ এখনও পর্যন্ত পুলিশের হাতে আসেনি।
এদিকে, এফআইআর দায়ের হতেই আশিসের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। প্রথমে পুলিশ তাঁকে গোয়াতে খুঁজে পেয়েছিল। কিন্তু সুযোগ বুঝে সেখানে থেকে পালিয়ে যান অভিনেতা। এরপর পুনেতে আশিসের খোঁজ মেলে। সেখানে এক বন্ধুর সঙ্গে থাকছিলেন তিনি। এর মঙ্গলবার ধর্ষণের দায়ে আশিসকে গ্রেপ্তার করা হয়। গোটা ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন জগতের এক পরিচিত মুখ আশিস কাপুর। বিগত কয়েক বছরে বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’, ‘লভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘সরস্বতীচন্দ্র’, চাঁদ ছুপা বাদল মেঁ’ সহ একাধিক ধারাবাহিক।