Asfakulla Naiya | প্রমাণ ছাড়াই এফআইআর দায়ের! আসফাকুল্লার বিরুদ্ধে মামলা নিয়ে বিচারপতির প্রশ্নে অস্বস্তিতে পুলিশ

Asfakulla Naiya | প্রমাণ ছাড়াই এফআইআর দায়ের! আসফাকুল্লার বিরুদ্ধে মামলা নিয়ে বিচারপতির প্রশ্নে অস্বস্তিতে পুলিশ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালের জুনিয়ার চিকিৎসক ও অন্যতম ‘প্রতিবাদী মুখ’ আসফাকুল্লা নাইয়ার (Asfakulla Naiya) বিরুদ্ধে দায়ের করা এফআইআর নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, এফআইআর দায়ের করার পদ্ধতি সঠিক ছিল না। ওই চিকিৎসক যে নিজেকে এমএস, ইএনটি হিসেবে তুলে ধরেছেন এমন প্রমাণ কোথায় তা জানতে চেয়েছেন বিচারপতি। এমনকি কোনও প্রেসক্রিপশন ছাড়া কীভাবে ডাক্তার নাইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল পুলিশকে মামলার কেস ডায়েরি জমা করতে বলেছেন বিচারপতি।

এফআইআরে নানা ফাঁকফোকরের দিকে ইঙ্গিত করেছেন বিচারপতি। যা আদালতে পুলিশকে অস্বস্তিতে ফেলেছে।  আদালতের বক্তব্য, ‘অনেক ক্ষেত্রেই পুলিশ অভিযোগ এলে জেনারেল ডায়েরি করে ফেলে রেখে দেয়, এক্ষেত্রে এত তাড়াহুড়ো করে মামলা দায়ের করে তার তদন্ত কীকরে শুরু করল? যেখানে কোনও রোগীর অভিযোগ নেই।’

অভিযোগ, একটি চিকিৎসা শিবিরে নিজেকে এম এস ইএনটি বলে পরিচয় দিয়ে চিকিৎসা করেছেন ডাক্তার আসফাকুল্লা নাইয়া। অথচ তিনি আরজি কর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। এই সংক্রান্ত অভিযোগ প্রথম তোলে কিছুদিন আগে গঠিত তৃণমূল প্রভাবতি জুনিয়ার ডাক্তারদের সংগঠন। বিষয়টি নিয়ে তাঁকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিলও। তারপরই এই অভিযোগ নিয়ে মাঠে নেমে পড়ে পুলিশ। আসফাকুল্লা নাইয়ার বাড়িতেও যায় বিধাননগর থানার পুলিশ। তাঁকে তলবও করা হয় থানায়। এরপরই মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *