কুলটি ও আসানসোল: প্রয়াগরাজের মহাকুম্ভে (Mahakumbh) যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) প্রাণ হারালেন ২ পুণ্যার্থী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) কুলটি থানার চৌরঙ্গী মোড় এলাকায়। এই ঘটনায় দুই পরিবারের চার মহিলা সহ মোট ৬ জন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেকেই আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
জানা গিয়েছে, বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে ৮ জন একটি যাত্রীবাহী গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এরপর তাঁদের গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫) ও শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আহতরা হলেন সৌরভ মুখোপাধ্যায়, মনসা মুখোপাধ্যায়, অনন্যা মুখোপাধ্যায়, রূম্পা বন্দোপাধ্যায়, শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। এরপরই দেহগুলিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।