আসানসোল : অজ্ঞাতপরিচয় এক যুবতীর নিথর দেহ উদ্ধার হল পশ্চিম বর্ধমানের আসানসোলে। শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার ডামরা ১০ নং এলাকার পলাশডাঙ্গায় দেহটি পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। অজ্ঞাতপরিচয় ঐ যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েটিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা চন্দন গান্ধি বলেন, ‘এটি একটি আদিবাসী এলাকা। মূলত আদিবাসী মহিলা ও মেয়েরা এখানে কাজ করতে আসেন।’ তবে যুবতীর নাম পরিচয় কিছু জানা যায়নি। এই ঘটনার নেপথ্যে কারা জানতে তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।