Asansol | দামোদরে ভেঙে পড়ল পিএইচইর পাইপলাইনের ব্রিজ, জল সরবরাহ বিঘ্ন ঘটার আশঙ্কা

Asansol | দামোদরে ভেঙে পড়ল পিএইচইর পাইপলাইনের ব্রিজ, জল সরবরাহ বিঘ্ন ঘটার আশঙ্কা

শিক্ষা
Spread the love


বার্নপুর: দামোদর নদের (Damodar river) উপর ভেঙে পড়ল পানীয়জল সরবরাহের পাইপলাইনের লোহার ব্রিজ (Bridge collapsed)। বুধবার দুপুরে আসানসোলের বার্নপুরে (Burnpur) কালাঝড়িয়ায় ঘটনাটি ঘটে। দামোদরের ঠিক মাঝখান থেকে ব্রিজটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে আসানসোল, রানিগঞ্জ ও জামুড়িয়ার যে সমস্ত এলাকায় পিএইচই (PHE) বিভাগের মাধ্যমে জল সরবরাহ করা হয়, সেখানে আগামী কয়েকদিন জল সরবরাহে বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, বার্নপুরের কালাঝড়িয়ায় পিএইচইর পাম্প হাউসটি বেশ পুরোনো। দামোদরের জল তুলে পাম্প হাউস থেকে পাইপলাইনটি নদীর ওপারে নিয়ে যাওয়ার জন্য লোহার ব্রিজটি ব্যবহার করা হয়। তারপর পাইপলাইনটি রানিগঞ্জের সিয়ারশোল এলাকায় যায়। সেখানে থেকে জল পরিশ্রুত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু এদিন দুপুরে হঠাৎ সেই ব্রিজ মাঝখান থেকে ভেঙে পড়ে। এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে যে জায়গা থেকে এই পাইপলাইন শুরু হয়েছে, ঘটনার সময় সেখানে এক কর্মী আটকে ছিলেন। পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল সেখানে পৌঁছে স্পিডবোটে করে আটকে পড়া কর্মীকে উদ্ধার করে। ঠিক কী করে এই ঘটনাটি ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। তবে, অভিযোগ করা হয়েছে, বেআইনি বালি কারবারিদের দৌরাত্ম্যে এই ব্রিজ ভেঙে পড়েছে। সঙ্গে রয়েছে লাগাতার ডিভিসির জল ছাড়ার বিষয়টিও।

এদিন ঘটনার খবর পেয়েই রাজ্যের বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে সেখানে আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পিএইচই বিভাগের রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে সেতুর পিলার দুর্বল হয়ে পড়েছিল।’ পাশাপাশি শাসকদলকে নিশানা করেও তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা কেবল টাকা কামানোর ধান্ধায় ব্যস্ত। তাঁদের কাছে জনগণের জীবনের কোনও মূল্য নেই।’

এদিকে, পিএইচইর তরফে বলা হয়েছে, এই পাইপলাইনের সাহায্যে যেসব জায়গায় পানীয়জল সরবরাহ করা হত সেখানে সমস্যা হবে। তবে জরুরি ভিত্তিতে ট্যাংকারের মাধ্যমে ওইসব এলাকায় পানীয়জল সরবরাহ করা হবে যতদিন না ব্রিজ ও পাইপলাইন মেরামত করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *