রাজা বন্দোপাধ্যায়, আসানসোল: আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিল না দশম শ্রেণির স্কুল ছাত্রী প্রেমিকা। আর তার জেরেই ওই ছাত্রীকে খুন করার অভিযোগ ওঠে বছর ২১-এর প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার সকালে আসানসোলের দক্ষিণ থানার ডামরা ১০ নং এলাকার পলাশডাঙা জঙ্গল থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। আর শুক্রবার রাতেই ঘটনায় অভিযুক্ত প্রেমিক রাকেশ পাসোয়ানকে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল স্টেশন রোডের ১৩ নং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি আসানসোলের ডামরার ১০ নং এলাকায়।
মৃতার বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃত যুবককের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩/১ নং ধারায় একটি খুনের মামলা দায়ের করেছে। শনিবার সকালে ধৃতের ১৪ দিনের পুলিশ হেপাজত চেয়ে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। মৃতার পরিবারের দাবি, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে স্কুল ছাত্রীটির মৃতদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পেরেছে, ওই স্কুল ছাত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে তাঁকে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি ওই প্রাথমিক রিপোর্টে।