Arunachal Pradesh | ভারত-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই

Arunachal Pradesh | ভারত-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘাত পরিস্থিতিতে দেশের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। এসবের মধ্যেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) একদল সন্দেহভাজন অনুপ্রবেশের চেষ্টা করে। যদিও সে চেষ্টা বানচাল করেছে নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই।

প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত-মিয়ানমার সীমান্তে (India-Myanmar Border) অরুণাচল প্রদেশের লংডিং (Longding) জেলায় একদল সন্দেহভাজন অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাবাহিনীর নজরে আসতেই শুরু হয় গুলির লড়াই।

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার পংচাউ সার্কেলে টহল দেওয়ার সময় কিছু সশস্ত্র ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নিরাপত্তাবাহিনীর নজরে আসে। গোপন সূত্রে ওই এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়েই পেট্রোলিং বাড়ানো হয়েছিল। অভিযানের সময় অনুপ্রবেশকারীদের বাধা দিতেই নিরাপত্তা বাহিনীর পেট্রোলিং টিমের উপর গুলি চালানো শুরু করে তারা। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। এরপর অনুপ্রবেশে ব্যর্থ হয়ে পিছু হটতে শুরু করে তারা। পরে মায়ানমারের দিকে তারা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। ঘন জঙ্গলের সুযোগ নিয়ে যাতে কেউ বা কারা ভারতীয় সীমান্তে ঢুকে না পরে, সে বিষয়টিও দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *