Arjun Tendulkar | বিয়ে করছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর, পাত্রী কে জানেন?

Arjun Tendulkar | বিয়ে করছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর, পাত্রী কে জানেন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাতপাকে বাঁধা পরতে চলেছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর। বুধবার মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বাগদান সম্পন্ন হয়। পাত্রী মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দক। যদিও তেন্ডুলকর পরিবার বা ঘাই পরিবারের কেউই অর্জুন-সানিয়ার বাগদানের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

২৫ বছর বয়সী শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর একজন বাঁ-হাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার। অর্জুন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। আইপিএলেও সে এবছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। অপরদিকে সানিয়া চান্দক মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। সানিয়া মুম্বাইয়ের অন্যতম স্বীকৃত ব্যবসায়ী পরিবারের সদস্যা হলেও তিনি নিজে খুব একটা পরিচিত মুখ নন। তবে সানিয়ার পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারির মালিক। এদিন দুই পরিবার সীমিত কিছু আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে বাগদান অনুষ্ঠানটি সেরে ফেলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *